Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নরওয়ে থেকে ১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৩, ০৭:৫১ পিএম


নরওয়ে থেকে ১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার

কূটনৈতিক অবস্থানের আড়ালে গোয়েন্দাবৃত্তির আড়ালে রুশ দূতাবাসের ১৫ কর্মকর্তাকে বহিষ্কার করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে,  তারা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। খবর আলজাজিরা।  

এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এর অর্থ হলো ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা, যারা নরওয়েতে কূটনৈতিক অবস্থানের আড়ালে অবস্থান করছিলেন তাদের এখন অবাঞ্ছিত ঘোষণা করা হবে।  

বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত তাদের নরওয়ে ছাড়তে হবে। গোয়েন্দা কর্মকর্তারা নরওয়ের ভিসার আবেদন করলে তা নেওয়া হবে না। রাশিয়া নরওয়ের জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের ১৫ কূটনীতিককে নরওয়ে থেকে বিতাড়নের বিপরীতে তারা প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।  

নরওয়ে ন্যাটো জোটের সদস্য। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।

আরএস

Link copied!