Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সুদানে মার্কিন কূটনীতিকদের গাড়িবহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৩, ০৫:২১ পিএম


সুদানে মার্কিন কূটনীতিকদের গাড়িবহরে হামলা

সুদানে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের একটি গাড়িবহর লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সুদানে সংঘটিত ঘটনাটি ছিল বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন। এটি অবশ্যই অনিরাপদ। তবে সোমবারের এই গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে সুদানে কর্মরত ত্রাণ কর্মীদের ওপর হামলা হয়। এমনকি খার্তুমের রাজধানীতে ইইউ দূতের বাসভবনেও হামলা চালানো হয়।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ব্লিঙ্কেন। এ জন্য তিনি দেশটির বিবদমান দুই জেনারেলের সঙ্গেও কথা বলেছেন।

পরে টুইট বার্তায় ব্লিঙ্কেন বলেন, সুদানে ইতিমধ্যে অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটিতে অবস্থানরত কূটনৈতিক ও সাহায্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

এআরএস

Link copied!