Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

যুক্তরাষ্ট্র-সৌদির মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৩, ১১:৪০ এএম


যুক্তরাষ্ট্র-সৌদির মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার (২০ মে) সৌদি আরবের জেদ্দায় এক আলোচনাসভার পর উভয়পক্ষ এ চুক্তিতে সই করে। ওয়াশিংটন ও রিয়াদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যশ আল জাজিরা এসব তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তি বাস্তবায়িত হতে চার ঘণ্টা সময় নেবে। সোমবার (২২ মে) সুদানের স্থানীয় সময় ৯টা ৪৫ মিনটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগে বহুবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয়েছে। তবে এবারের চুক্তি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জারি করা হয়েছে।

চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এখন বন্দুক নামিয়ে নিয়ে মানবতা দেখানোর সময়। আমি উভয়পক্ষকে এ চুক্তি বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।

সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের লড়াই পুরো দেশকে বিশৃঙ্খল করে তুলেছে। সময় গড়ার সঙ্গে সঙ্গে খাবার, টাকা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির পরিমাণ ক্রমেই কমে আসছে। এমনকি, এ সংঘাতের মধ্যেই দেশটির ব্যাংক, অ্যাম্বাসিসহ চার্চে পর্যন্ত ব্যাপক লুটপাট শুরু হয়েছে।

সুদান সংঘাতে এখন পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে। এছাড়া ছয় সপ্তাহব্যাপী চলমান এ সংঘাতে এক লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।

এইচআর

Link copied!