Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ, নিহত ২৭

মো. মাসুম বিল্লাহ

জুন ১০, ২০২৩, ১২:১১ পিএম


সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ, নিহত ২৭

দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন।

শুক্রবার (৯ জুন) দেশটির কোরিওলি শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

কোরিওলি অঞ্চলটি আল শাবাব উগ্র সংগঠনের লক্ষ্যবস্তু। গত মাসে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত এই সন্ত্রাসী সংগঠন কোরিওলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর বুলো মাররে আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে হামলা চালায়। এ হামলায় নিহত হন উগান্ডার ৫৪ শান্তিরক্ষী।

আল শাবাবকে সোমালিয়ার প্রধান শহরগুলো থেকে বিতাড়িত করা হলেও নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গ্রামীণ অঞ্চলের বিশাল অংশে ক্ষমতা ধরে রেখেছে তারা।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে উগ্র সংগঠন আল শাবাব।

এইচআর

Link copied!