Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সেন্টমার্টিন নিয়ে যা বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৭, ২০২৩, ০২:৩৪ পিএম


সেন্টমার্টিন নিয়ে যা বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

সেন্টমার্টিন দ্বীপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কখনই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ চায়। বিষয়টি সত্যি কিনা- ব্রিফিংয়ে তা মিলারের কাছে জানতে চান এক সাংবাদিক।

এর জবাবে মিলার বলেন, যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আমরা কখনোই কোনো ধরনের আলোচনা করিনি।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যবান মনে করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ গণতন্ত্রের বিকাশে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা এই সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করছি।

এইচআর

Link copied!