Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৩, ০৩:৪৪ পিএম


নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৬
ছবি: সংগৃহীত

নেপালে একটি উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালের দিকে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের মধ্যে পাঁচজনই মেক্সিকোর নাগরিক বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।

বিধ্বস্ত উড়োজাহাজটি মানাং এয়ারের। মঙ্গলবার সকালের দিকে কাঠমাণ্ডুর উত্তরের লিখু এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ নেপালের অন্যান্য উচ্চ পর্বতশৃঙ্গে পর্যটকদের নিয়ে যাওয়া কয়েকটি বিমান সংস্থার মধ্যে মানাং এয়ার অন্যতম।

দেশটিতে প্রায়ই এই ধরনের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে দেশি-বিদেশি পর্যটকদের প্রাণহানিও ঘটে। কাঠমাণ্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা বলেছেন, উদ্ধারকারীরা উড়োজাহাজের পাঁচ আরোহীর মরদেহ খুঁজে পেয়েছেন এবং অন্য একজনের মরদেহের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটি মেক্সিকোর পাঁচ নাগরিক ও নেপালি একজন পাইলট ছিলেন।

হিমালয় অঞ্চলের এই দেশটির অনেক এয়ারলাইন্স প্রত্যন্ত পাহাড় ও মেঘে ঢাকা পার্বত্য অঞ্চলের ছোট ছোট বিমানবন্দর থেকে যাত্রীদের পরিবহন করে। যে কারণে দেশটিতে উড্ডয়ন ও অবতরণের সময় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে।

চলতি বছরের জানুয়ারিতে নেপালের গত ৩০ বছরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির পর্যটন নগরীখ্যাত পোখারার কাছে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: রয়টার্স।

আরএস

Link copied!