Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ১০:৫৩ এএম


চীনে ১৪০ কিলোমিটার গতিতে টাইফুনের আঘাত

চীনের দক্ষিণ উপকূলে শক্তিশালী টাইফুন তালিম আঘাত হেনেছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। চলতি বছর এটি চীনে আঘাত হানা চতুর্থ টাইফুন।

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) ১০টা ২০ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানডং প্রদেশে টাইফুন আঘাত হানে। এর ফলে উপকূলের প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শক্তিশালী এই ঝড়ের কারণে শত শত ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করা হয়।

চীনের আবহাওয়া প্রশাসন বলেছে, টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে।

এ ছাড়া এই টাইফুনের জেরে ২০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এইচআর

Link copied!