Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোরআন পোড়ানো ব্যক্তির রেসিডেন্সি পারমিট বাতিল করবে সুইডেন!

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩০, ২০২৩, ০২:৩৯ পিএম


কোরআন পোড়ানো ব্যক্তির রেসিডেন্সি পারমিট বাতিল করবে সুইডেন!

স্টকহোমে সাম্প্রতিক সময়ে পবিত্র কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনার সাথে সম্পৃক্ত ইরাকি অভিবাসীর রেসিডেন্সি পারমিট পুনঃবিবেচনা করতে যাচ্ছে সুইডেনের অভিবাসন কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে তারা এই ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইরাকি ওই লোক চলতি মাসে ইরাকের দূতাবাসের সামনে কোরআন অবমাননা করে এবং গত মাসে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ায়।

সুইডিশ অভিবাসী সংস্থা জানায়, তারা ওই লোকের অভিবাসন মর্যাদা নতুন করে যাচাই করছে।
সুইডিশ বার্তা সংস্থা টিটি জানায়, ওই লোকের সুইডেনে সাময়িক রেসিডেন্সি পারমিটের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে যাবে।

পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর কারণে সুইডেন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এ কারণে দেশটির মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানেও সমস্যায় পড়ে। সূত্র : মিডল ইস্ট মনিটর

এইচআর

 

Link copied!