Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেয়াদ শেষের আগেই ভাঙছে পাকিস্তানের সংসদ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৪, ২০২৩, ১২:২৯ পিএম


মেয়াদ শেষের আগেই ভাঙছে পাকিস্তানের সংসদ

সরকারের মেয়াদ শেষ হওয়ার তিনদিন আগেই ভেঙে দেওয়া হচ্ছে পাকিস্তানের জাতীয় সংসদ। আগামী ৯ আগস্ট সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে প্রধানমন্ত্রী ভবনে ক্ষমতাসীন মিত্রদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর চলমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তাই আজ শুক্রবার ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকার ঘোষণার বিষয়ে আলোচনা শুরু হবে।

এছাড়া জাতীয় পরিষদ বিলুপ্তির ৯০ দিনের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নৈশভোজে শাহবাজ শরিফ জোট সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মিত্রদের অবহিত করেন। তিনি দাবি করেন, সরকার গত ১৫ মাসে রাজস্ব আদায় ১৩ শতাংশ বৃদ্ধি করেছে। বিদ্যুৎ খাতে পুনরুদ্ধার ৯০ শতাংশেরও বেশি রয়ে গেছে। তবে গত ১১ মাসে সার্কুলার ঋণ বেড়েছে ১৮ শতাংশ। গত চার মাসে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি রপ্তানির পরিমাণ ২.৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

এআরএস

Link copied!