Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাগরে নৌকাডুবে ১৭ রোহিঙ্গার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১০, ২০২৩, ০৬:৪৬ পিএম


সাগরে নৌকাডুবে ১৭ রোহিঙ্গার প্রাণহানি

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা সাগরে ডুবে গিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সিটওয়ে শহরের শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশনের একজন উদ্ধারকারী বায়ার লা বলেছেন, রোববার রাতে সাগরে দুর্ঘটনার কবলে পরে নৌকাটি। মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা নৌকাটিতে ৫০ জনেরও বেশি লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, গতকাল পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আটজনকে জীবিত উদ্ধার করেছি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। উদ্ধারকারীরা এখনও বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

এআরএস

Link copied!