Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২৩, ১১:০৩ এএম


মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা ভবন ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন বিস্ফোরণের শব্দ পুরো  শহরজুড়ে শোনা যায়। আল জাজিরার খবর।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছেন, শুক্রবার ভোরে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। ঐ ড্রোনের ধ্বংসাবশেষ সিটির এক্সপো সেন্টারে পড়েছে।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশচুম্বী ভবনগুলোর পাশে ঘন ধোঁয়া উড়ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো এবং মস্কো অঞ্চলে লক্ষ্য করে স্থানীয় সময় ভোর চারটা নাগাদ ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে।

টেলিগ্রামে দেওয়া পোস্টে রুশ মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র দিয়ে মানবহীন আকাশযান প্রতিহত করা হয়েছে। এতে তার গতিপথ পরিবর্তন হয়ে অনাবাসিক ভবনে পড়েছে।

মস্কোর মেয়র জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি পরিষেবা অবস্থান করছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবার বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস বলেছে, এক্সপো সেন্টারের প্যাভিলিয়নের দেওয়াল এতে আংশিক ধসে পড়েছে।

এআরএস

Link copied!