Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

দুই দিনে ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:৩২ এএম


দুই দিনে ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ফিলিস্তিনের পশ্চিম তীরে এক অভিযানে বুধবার ১৯ বছরের এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আল-আখস নামে ওই তরুণকে জেরিকো শহরের কাছে আকাবাত জাবের শরণার্থীশিবিরে এক অভিযানের সময় ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেন। 

এ নিয়ে গত দুই দিনে পশ্চিম তীর ও গাজায় ৫ ফিলিস্তিনিকে হত্যা করলেন ইসরায়েলি সেনারা। এর আগে গত মঙ্গলবার পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এর মধ্যে দখলকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থীশিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করে। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ঘটনায় অন্য একজন ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরায়েলি সেনারা।

এইচআর

Link copied!