Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আত্মঘাতী হামলায় তুরস্কের রাজধানীতে বিস্ফোরণ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১, ২০২৩, ০৩:৩৪ পিএম


আত্মঘাতী হামলায় তুরস্কের রাজধানীতে বিস্ফোরণ

তুরস্কের রাজধানীতে আজ রোববার একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রে পার্লামেন্ট ভবনের খুব কাছেই বিস্ফোরণটি হয়। প্রাথমিক ভাবে তাতে দুই পুলিশ অফিসার গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে এখনই আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১ অক্টোবর) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারায় দুই সন্ত্রাসবাদী জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সামনে হামলা চালায়। তাদের মধ্যে একজন বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

এদিন সকাল থেকেই পার্লামেন্ট ভবনে বসার কথা ছিল অধিবেশন। তার আগেই বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে উঠল পার্লামেন্ট চত্বর।

তুরস্কের সংবাদ মাধ্যমে ঘটনাস্থলের ভিডিয়োয় দেখা গিয়েছে গোলাগুলির শব্দ ভেসে আসছে পার্লামেন্ট চত্বর থেকে। পরে দেশের আভ্যন্তরীণ মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, আত্মঘাতী দুই বোমারু সন্ত্রাসবাদী হামলা চালানোর চেষ্টা করেছিল পার্লামেন্টের ভিতরে।

তবে সেই চেষ্টা রুখে দেয়া গিয়েছে। পুলিশ এক বোমারুকে পার্লামেন্ট ভবনে ঢোকার আগেই নিকেশ করে। আর এক জঙ্গি অবশ্য পুলিশের গুলি এড়িয়েও পার্লামেন্ট ভবনের বাইরে বিস্ফোরণ ঘটায়।

এইচআর

 

Link copied!