অক্টোবর ৪, ২০২৩, ১১:২৪ এএম
নিজ দলের বিদ্রোহী আইনপ্রণেতাদের উত্থাপিত অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থি। এরমাধ্যমে মার্কিন রাজনীতির ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো স্পিকার অনাস্থা ভোটে হেরে স্পিকারের পদ হারিয়েছেন।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কেভিন ম্যাকার্থি অনাস্থা ভোটে ২১৬-২১০ ব্যবধানে হেরে— সংসদের নিন্মকক্ষ কংগ্রেসে রিপাবলিকানদের নেতৃত্ব ও স্পিকারের দায়িত্ব হারিয়েছেন।
গত শনিবার ‘মার্কিন সরকারকে শাটডাউন থেকে বাঁচাতে’ ডেমোক্র্যাটসদের নিয়ন্ত্রণাধীন সিনেটের সঙ্গে একটি চুক্তি করেন রিপাবলিকান নেতা ও স্পিকার কেভিন ম্যাকার্থি।
আর এই চুক্তি করে ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে ‘শাটডাউনের’ কবল থেকে বাঁচিয়ে দেওয়ায়— কেভিন ম্যাকার্থির নিজ দলের কয়েকজন সদস্য ক্ষুব্ধ হন। আর সেই ক্ষোভ থেকেই তার বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করে তারা।
গত সোমবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গায়েটস এই অনাস্থা ভোট প্রস্তাব করেন।
আরএস