Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিকিমের বন্যায় ১০ জনের প্রাণহানি, আহত ৮২

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ১১:৪৫ এএম


সিকিমের বন্যায় ১০ জনের প্রাণহানি, আহত ৮২

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ১০ জন নিহত হয়েছে। এখনও নিঁখোজ রয়েছেন ৮২ জন। এরমধ্যে ২২জন সেনা সদস্যও রয়েছে।

বুধবার (৪ অক্টোবর) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এদিন ভোররাতের দিকে অতিবৃষ্টি শুরু হয়। ভাসিয়ে নিয়ে যায় রাজ্যের বৃহত্তম জলবিদ্যুত প্রকল্প।

এক সরকারি কর্মকর্তা জানায়, সিকিমে ১৪টি ব্রিজ ভেঙে পড়েছে। এর ফলে প্রায় তিন হাজারের মতো পর্যটক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিকিম সরকার দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে এটিকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৮টি এলাকায় ত্রাণশিবির গঠন করা হয়েছে।।

এরইমধ্যে দেশটির সেনাবাহিনী জানায়, নিখোঁজ ২৩ জন সেনা সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে বুধবার তীব্র স্রোতে ভেসে যায় একটি সেনাঘাঁটি। এতে নিখোঁজ হন কমপক্ষে ২৩ সেনাসদস্য।

আরএস

Link copied!