Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

হামাসকে ধ্বংস করে দেব : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৩, ০৯:৪৩ এএম


হামাসকে ধ্বংস করে দেব : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলা তো মাত্র শুরু হয়েছে। আমরা হামাসকে ধ্বংস করে দেব। আমরা জয়ী হব, তবে এ জন্য কিছুটা সময় লাগতে পারে।

স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাল্টা হামলা জোরদার করা নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে বেঞ্জামিন নেতানিয়াহু এসব কথা বলেন।

গত শনিবার ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা চালায়। ওই দিনই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই জানে আমরা জন্মভূমির জন্য সিংহের মতো লড়াই করছি। আমরা হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। আমরা তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।’

এআরএস

Link copied!