Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাজায় রাতভর বিমান হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২২, ২০২৩, ০১:৩৮ পিএম


গাজায় রাতভর বিমান হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে বাড়তেই আছে নিহতের সংখ্যা। শনিবার গাজায় রাতভর ইসরাইলি বিমান হামলায় ৫৫ জন নিহত হয়েছেন।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাস গ্রুপ বলছে, ৫৫ জনেরও বেশি নিহত হয়েছেন।

এদিকে সরকারি প্রেস অফিস বলেছে, ইসরাইলি সামরিক মুখপাত্র অভিযান বাড়ানো হবে বলার কয়েক ঘণ্টার মধ্যে ৩০টিরও বেশি বাড়ি ধ্বংস করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রাতভর বিমান হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‍‍`অপারেশন আল-আকসা স্ট্রম‍‍` শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। সূত্র : আল-জাজিরা

এইচআর

Link copied!