Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ১৫৮ গাড়ি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৩, ১০:০২ এএম


যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ১৫৮ গাড়ি, নিহত ৭

যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় ১৫৮টি গাড়ি সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নিহত হয়েছেন ৭ জন। গত সোমবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার একাধিক মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

লুইসিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সাথে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে, দৃষ্টিসীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে। পুলিশ আরও জানায়, আহত অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এআরএস

Link copied!