Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাজায় আর কত শিশুকে জীবন দিতে হবে : হুমজা ইউসুফ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৩, ১২:৫৬ পিএম


গাজায় আর কত শিশুকে জীবন দিতে হবে : হুমজা ইউসুফ

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হুমজা ইউসুফ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য যুক্তরাজ্য সরকার এবং প্রধান বিরোধী দলের কাছে বুধবার তার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানতে চেয়েছেন, ‘গাজা উপত্যকায় আরো কত শিশুকে মরতে হবে?’ বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে আলোচনায় বসেছিলেন এই স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) নেতা। গ্লাসগোতে রেডিও ক্লাইডের মাধ্যমে তার কাছে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।

তিনি বলেছেন, ‘আমরা দেখছি যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে।’ তিনি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন বলেও জানিয়েছেন।

তিনি জানান যে তার শ্বশুর এলিজাবেথ এল-নাকলা, শাশুড়ি ম্যাগেদ চলতি মাসের শুরুতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে স্কটল্যান্ড থেকে গাজায় গিয়েছিলেন। ৭ অক্টোবর থেকে তারা দেইর আল-বালাহ শহরে আটকা পড়েছেন।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

এইচআর

Link copied!