Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

থাইল্যান্ডের ১২ নাগরিককে মুক্তি দিয়েছে হামাস

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৪, ২০২৩, ০৯:২৫ পিএম


থাইল্যান্ডের ১২ নাগরিককে মুক্তি দিয়েছে হামাস
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ১২ জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় তাদের মুক্তি দেওয়া হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে থাই প্রধানমন্ত্রী বলেছেন, নিরাপত্তা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আমাদের ১২ নাগরিককে ছেড়ে দিয়েছে হামাস। কয়েক ঘণ্টার মধ্যে দূতাবাসের কর্মকর্তারা তাদের বরণ করে নেবে। পরবর্তীতে মুক্তি পাওয়াদের নাম ও বিস্তারিত জানানো হবে।

গত ৭ অক্টোবর সীমান্তবেড়া ভেঙে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের শত শত যোদ্ধা। পরে সেখানে হামলা চালানোর পাশাপাশি প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। জিম্মিদের মধ্যে থাইল্যান্ডের কয়েকজন নাগরিকও ছিলেন, যারা গাজা সীমান্তে ইসরায়েলের অবৈধ বসতিগুলোতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এসব শ্রমিকদের ধরে নিয়ে যাওয়ার পর, তাদের মুক্তির জন্য সরাসরি কয়েকটি মুসলিম দেশের দারস্থ হয় থাইল্যান্ড। এছাড়া হামাসের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন দেশটির কূটনীতিকরা। হামাস জানিয়েছিল, তারা থাই জিম্মিদের দ্রুত সময়ের মধ্যেই ছেড়ে দেবে।

তবে আশ্চর্যের বিষয় হলো, থাইল্যান্ডের এসব নাগরিকদের মুক্তির বিষয়ে হামাস-ইসরায়েলের মধ্যে কোনো চুক্তি হয়নি।

সূত্র: বিবিসি

আরএস

Link copied!