Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ইসরায়েলের কারগার থেকে মুক্তি পেলো ৩৯ ফিলিস্তিনি

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ২৫, ২০২৩, ০৯:৫৬ এএম


ইসরায়েলের কারগার থেকে মুক্তি পেলো ৩৯ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ৩৯ ফিলিস্তিনি নাগরিককে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার এ খবর নিশ্চিত করেছে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরায়েলি জিম্মিসহ ২৪ জনকে ছেড়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এসব জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৯ ফিলিস্তিনি নাগরিকের মধ্যে ২৪ জন নারী ও ১৫ জন তরুণ রয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেইতুনিয়া চেকপয়েন্ট দিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়।

এআরএস

Link copied!