Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউ গিনি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৩, ১০:৪৬ এএম


শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউ গিনি

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউ গিনিতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) পাপুয়া নিউ গিনির উইওয়াকে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, পাপুয়া নিউ গিনিতে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৪ কিলোমিটার (২৭ দশমিক ৩৪ মাইল)।

তবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। 

টিটিএন

 

Link copied!