Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ৮ বাসযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৩, ০১:১৮ পিএম


পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ৮ বাসযাত্রী নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলের চিলাস শহরের কাছে একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জহর বলেন, সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণও এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।

চিলস শহরটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে অবস্থিত। ওই অঞ্চলে গত কয়েক বছরে হামলার ঘটনা বেড়ে গেছে।

এআরএস

Link copied!