Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৬

বাংলা প্রেস, নিউইয়র্ক

বাংলা প্রেস, নিউইয়র্ক

ডিসেম্বর ১২, ২০২৩, ১১:৩৫ এএম


যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত টেনেসি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (০৯ ডিসেম্বর) এই ভয়াবহ ঘটনা ঘটে। টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যের বাড়ি-ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক নিম্নাঞ্চল পানির নিচে ডুবে গেছে। এখন পর্যন্ত টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, টেনেসির উত্তর-পশ্চিমে প্রায় ৮০.৪ কিলোমিটার দুরে ক্লার্কসভিলে শহরে এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র জো পিটস যা রোববার পর্যন্ত বহাল থাকবে।

এই ঘূর্ণিঝড়ে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে জো পিটস বলেন, সবাইকে তাদের দুঃখের সময়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।

এদিকে মন্টগোমারি কাউন্টি সরকার জানিয়েছে, আশেপাশের এলাকার আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত, স্বজন হারা হারা সবার জন্য প্রার্থনা করে কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেন, এটি সবার জন্য একটি দুঃখের দিন।

ট্র্যাকিং সাইট পাওয়ারআউটরেজ.আস-এর তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাড়ি ভেসে গেছে, গাছ উল্টে গেছে এবং অনেক ভবন ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, টেনেসিতে একাধিক টর্নেডোর সতর্কতা জারি করেছিল ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

এআরএস

Link copied!