Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৩, ০৮:১৯ এএম


তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এই জয়ের মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল এই দেশটির সরকার ও রাষ্ট্রপ্রধানের আসন নিশ্চিত করলেন তিনি।

গত ১০ থেকে ১২ ডিসেম্বর মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার তার ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ফলাফল বিশ্লেষণে জানা গেছে, ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৬৯ বছর বয়সী এই রাজনীতিক।

মিসরের সংবিধানে রাষ্ট্রপতির মেয়াদ ৬ বছর। এর আগে ২০১৭ এবং ২০১১ সালের নির্বাচনেও জয়ী হয়েছিলেন আল-সিসি।

তবে গত দু’বারের তুলনায় এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন। কারণ করোনা মহামারির পর থেকে মিসরে মূল্যস্ফীতি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছেছে ৩৬ দশমিক ৪ শতাংশে।

ফলে খাদ্যপণ্যসহ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুর দাম বাড়ছে দেশটিতে এবং সেই সঙ্গে বাড়ছে সীমিত আয়ের লোকজনদের ভোগান্তিও। অবশ্য বর্তমান মূল্যস্ফীতি সংকট শুরু হওয়ার আগেও যে অবস্থা খুব ভালো ছিলো— এমন নয়। মিসরের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই দারিদ্রসীমার নিচে বসবাস করেন।

আরএস

Link copied!