Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

ইউক্রেনে রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৩, ১০:২৮ এএম


ইউক্রেনে রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০
ছবি: সংগ্রহীত

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪০ জনের বেশি। ইউক্রেন রাশিয়ার এ হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা।

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার কিয়েভ, ওডেশা, দিনিপ্রো, খারকিভ এবং লভিভকে লক্ষ্যবস্তু করে রাশিয়া অন্তত ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের অস্ত্রাগারে থাকা প্রায় সবকিছু দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত প্রায় দুই বছর ধরে চলছে এ যুদ্ধ।

এআরএস

Link copied!