ডিসেম্বর ৩১, ২০২৩, ১০:২৫ এএম
রাশিয়ার বেলগোরদ শহরে এবার ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও আছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে ১১০ জন। রাশিয়ার কর্তৃপক্ষ এই দাবি করেছে।
ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ওপর এ হামলার খবর এলো। আজ রোববার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস বলছে, বেলগোরদের কেন্দ্রস্থলে ব্যাপক হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এনিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, এই অপরাধের শাস্তি পেতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভ সম্মুখসারিতে পরাজয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে এবং আমাদেরও একই পদক্ষেপ নিতে উস্কে দিতে চাইছে।
এর আগে গত শুক্রবার ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৪০ জন নিহত হয়, আহত ১৫০ জনের বেশি। এরপরেই রাশিয়ার ওপর হামলার খবর এলো।
এআরএস