Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

দক্ষিণ কোরিয়ায় সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২, ২০২৪, ১০:৪৪ এএম


দক্ষিণ কোরিয়ায় সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত
ছবি: সংগ্রহীত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফর করেন তিনি। সেখানে সংবাদ সম্মেলন করার সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছুরিকাঘাতের পর লি চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন। কর্মকর্তারা তার চারপাশে ভিড় করেছিলেন। একজন তার ঘাড়ে কাপড় চাপা দিয়ে ধরে ছিলেন।

লি জায়ে-মিউংকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরে তার শরীর থেকে রক্তপাত হয়েছে। তবে তিনি জ্ঞান হারাননি।

সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে গিয়েছিলেন। তার সমর্থকের ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা অস্ত্র দিয়ে আক্রমণ করেন।

লি জায়ে-মিউং ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রক্ষণশীল ইউন সুক-ইওলের কাছে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন।

এআরএস

Link copied!