Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাপুয়া নিউ গিনিতে সহিংসতায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৪, ০৫:০৩ পিএম


পাপুয়া নিউ গিনিতে সহিংসতায় নিহত ১৫

ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনিতে বেতন নিয়ে পুলিশের ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা ও সহিংসতায় ১৫ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী পোর্ট মোরেসবিতে দাঙ্গায় ৮ জন ও উত্তরাঞ্চলে ৭ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

বুধবার (১০ জানুয়ারি) পাপুয়ার মন্ত্রিসভায় সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হলে এই দাঙ্গা শুরু হয়।

গণমাধ্যম গুলোর সম্প্রচারে দেখা গেছে, শহর জুড়ে ব্যাপক বিক্ষোভ ও লুটপাটের সাথে অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু ভবনে। যার মধ্যে একটি বড় শপিং কমপ্লেক্স ছিল।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, পুলিশ ধর্মঘটে যাওয়ার পর পাপুয়া নিউ গিনির রাজধানীতে ‘সুবিধাবাদীরা’ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএস

Link copied!