Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

চীনে স্কুলে আগুন: ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৪, ০১:১৮ পিএম


চীনে স্কুলে আগুন: ১৩ জনের মৃত্যু

চীনের একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেনান প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, শুক্রবার রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে আগুন লাগার ঘটনা স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগে জানানো হয়। সংবাদমাধ্যমটি ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। এনিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরএস

Link copied!