Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্রাজিলে মধ্য আকাশে বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৪, ১০:২৮ এএম


ব্রাজিলে মধ্য আকাশে বিমান বিধ্বস্ত, নিহত ৭
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মধ্য আকাশে বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন।

রোববার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে এ ঘটনা ঘটে। 

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে খনি-সমৃদ্ধ শহর ইতাপেভাতে পতিত হয়। পরে অভিযান চালিয়ে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ব্রাজিলের মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল।

ইএইচ

Link copied!