Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৩:১৮ পিএম


ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র। অবরোধের আওতায় আইআরজিসি কমকর্তাসহ একাধিক প্রতিষ্ঠান। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ‘সিএনএন নিউজ-১৮’এ তথ্য জানায়।

এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞা আরোপ হয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)’র সাইবার ইলেকট্রনিক কমান্ডের ছয় কর্মকর্তার ওপর।

এদিকে, অবরোধের আওতায় ইরান ও হংকং ভিত্তিক একটি নেটওয়ার্কও রয়েছে। অভিযোগ, ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির জন্য কাঁচামাল সরবরাহ করে তারা।

এছাড়া, একটি তেল সরবরাহকারী স্কিমের ১০৮ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। তাদের দাবি, আইআরজিসির এলিট কুদস ফোর্সকে ওই নেটওয়ার্কের মাধ্যমে অনুদান দেয়া হতো।

/বিআরইউ

Link copied!