Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভয়াবহ দাবানলে পুড়ছে চিলি, নিহত বেড়ে ৫১

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১২:১৯ পিএম


ভয়াবহ দাবানলে পুড়ছে চিলি, নিহত বেড়ে ৫১

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আসংঙ্কা রয়েছে। সেইসাথে শহর এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য দেশটির জরুরি বিভাগ এখনো কাজ করছে।

এছাড়া এই দাবানলের জেরে দেশটির একটি শহরে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভয়াবহ এই দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়। দাবানলে আনুমানিক ১ হাজার ১-শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তারা।

রয়টার্স জানায়, মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দমকলকর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

উদ্ধারকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় শহর ভিনা ডেল মার। উদ্ধারকারীরা সবজায়গায় পৌঁছাতে বেশ সঙ্কটে পড়ছেন ।

/বিআরইউ

Link copied!