Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাকিস্তানের জাতীয় নির্বাচন

জেল থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১২:৫৭ পিএম


জেল থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ইমরান খান!

নানা ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানের জাতীয় নির্বাচনের দীর্ঘ সময় কেটে গেল। তবে এখনও পর্যন্ত ফলাফল আসেনি এ নির্বাচনের। ফলে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশে বিলম্বেরও সমালোচনা করেছেন  বিশ্লেষকরা।

এ পর্যন্ত প্রায় ৭০ টি আসনের ভোট গণনা শেষ হলো। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, প্রাথমিক গণনায় ১২৫ আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিতরা। অন্যদিকে ৪৪ আসনে এগিয়ে রয়েছেন নওয়াজের শরিফের দলের প্রার্থীরা।

এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে টানা পড়েনের মধ্যে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে বসেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এমন দাবি করেন।

এক্সে এক পোস্টে ইমরান খান বলেন, সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের পরও জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ কথা বলেছে। যেভাবে করে আমরা বারবার বলে আসছি, যার সময় এসে গেছে তাকে কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না।

এদিকে ইমরান খান যখন নিজেকে জয়ী ঘোষণা করছেন ঠিক তখনই আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের একটি আসনে পরাজয়ের খবর পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থীর কাছে তার পরাজয় হয়েছে। যদিও আরও এক আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সেখানেও কঠিন সমীকরণের মুখোমুখো হতে হচ্ছে সাবেক এ প্রধানমন্ত্রীকে।

বিআরইউ

Link copied!