Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকিস্তানের জাতীয় নির্বাচন

নওয়াজের সঙ্গে আদৌ জোট করবে পিপিপি ?

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০১:২৯ পিএম


নওয়াজের সঙ্গে আদৌ জোট করবে পিপিপি ?

এরিমধ্যে শেষ হলো পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এরপর শুরু হয় ভোট গণনার হালনাগাদ। এখন পর্যন্ত ২৫০ আসনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। ফল ঘোষণা বাকি মাত্র ১৫ আসনের। প্রাপ্ত ফল অনুযায়ী ৯৯ আসনে জয়ী হয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

অন্যদিকে মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে ৭১ আসন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩ আসন। আর অন্যান্য দল পায় ১০টি আসন।

এ মধ্যে রয়টার্সের এক প্রতিবেদন প্রকাশ হয়েছে। রিপোর্টে বলা হয়,  আসন পাওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) ইতোমধ্যে সরকার গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। সে হিসেবে বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে জোট গঠনের তৎপরতাও শুরু করেছেন নওয়াজ।

তাছাড়া পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে নওয়াজ শরীফ ৪৫ মিনিটের এক সভা করেন। সভায় তারা কেন্দ্রে ও পাঞ্জাবে জোট সরকার গঠনে সম্মত হয়েছেন ।তবে, জোট গঠনে কিছু শর্ত দিয়েছে পিপিপি।

পিপিপির শীর্ষ মুখপাত্র খুরশিদ শাহ জানান, ‘নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হতে চান। এজন্যই জোট গঠনের তৎপরতা চালাচ্ছেন। জোট সরকারের অংশ হতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাই না। আমরা চাই, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন আমাদের দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।’

তিনি বলেন, ‘এখনও তো সবগুলো আসনের ফলাফল আসেনি। তার (নওয়াজ) এত ব্যস্ততা কীসের? যাই হোক, আমরা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব এ ব্যাপারে।’

অন্যদিকে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান জানান, ‘পিটিআই’ জাতীয় পরিষদের ১৫০টি আসন জিততে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার গঠনের জন্য তারাই যথেষ্ট।

গোহর বলেন, ‘আমরা পিপিপি এবং পিএমএল-এনের সঙ্গে জোট সরকার গঠন করতে চাই না। আমরা কেন্দ্র এবং পাঞ্জাবে সরকার গঠন করব। খাইবার পাখতুন খোয়ায় পিটিআই স্পষ্টতই এগিয়ে আছে এবং সেখানেও সরকার গঠন করবে। পিটিআই সংসদে থাকবে এবং তার কাজ করে যাবে।’

তিনি এ বিষয়ে আরো স্পষ্ট করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা পিটিআই সমর্থিত এবং ক্ষমতা হারানোর ভয়ে দলীয় নির্দেশের বিরুদ্ধে কোনো দলে যোগ দেবেন না তারা।’


বিআরইউ

Link copied!