Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পাকিস্তানে নির্বাচন

নওয়াজের দলে যোগ দিলেন আরো ৬ স্বতন্ত্র প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০২:২৬ পিএম


নওয়াজের দলে যোগ দিলেন আরো ৬ স্বতন্ত্র প্রার্থী

ইমরান খানের দল পিটিআই যদিও পাকিস্তানের নির্বাচনে দলীয় প্রতীকে লড়তে পারেনি তবুও সর্বোচ্চ সংখ্যক আসনের দখল তাদের হাতে। কিন্তু সেটি কতক্ষণ? দলীয় আনুগত্যের বাধ্যবাধকতা না থাকায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা চাইলেই যেকোনো দলে যোগ দিতে পারেন, এমনকি প্রতিপক্ষের সঙ্গেও। ঠিক সেটিই হয়েছে।

এরই মধ্যে তাদের সমর্থিত একজনসহ অন্তত ছয়জন স্বতন্ত্রপ্রার্থী যোগ দিয়েছেন নওয়াজ শরিফের দলে।

দেশটির সংবিধান অনুযায়ী, নির্বাচনী ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্ররা যেকোনো দলে যোগ দিয়ে সরকার বা বিরোধী দল গঠনে ভূমিকা রাখতে পারবেন।

জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে পাকিস্তানে ভোটগ্রহণের প্রায় ৬০ ঘণ্টার পরে ফলাফল ঘোষণা হয়েছে রোববার (১১ ফেব্রুয়ারি)। অর্থাৎ, আর মোটামুটি ৪৮ ঘণ্টার মধ্যেই নির্ধারিত হয়ে যাবে, স্বতন্ত্ররা কে কীভাবে পার্লামেন্টে যোগ দেবেন।

পাকিস্তানের এবারের নির্বাচনে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। ফলে, জাতীয় ও প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা বাড়াতে স্বতন্ত্র সদস্য-নির্বাচিতদের দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নওয়াজের পিএমএল-এন, বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি’সহ প্রায় প্রতিটি দল। এ নিয়ে চলছে তীব্র দরকষাকষি।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, রোববার পর্যন্ত পিটিআই সমর্থিত এনএ-১২১ আসনের ওয়াসিম কাদির সহ মোট ছয়জন স্বতন্ত্র বিজয়ী প্রার্থী যোগ দিয়েছেন নওয়াজের দল পিএমএল-এনে। 

বিআরইউ

Link copied!