Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০১:৩৯ পিএম


পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন  যিনি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় নির্বাচন শেষ হলো কিন্তু কে হবে দেশটির নতুন প্রধানমন্ত্রী? তবে জোটবদ্ধে সমন্বয়হীনতার অভাবে এখনাে এই নিয়ে সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছেন বিশ্লেষকরা ।

তারইমধ্যে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিনদিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে বলে জানায় জিও নিউজ।

এরইমধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত।

দ্য নিউজ আরও জানায়, যদি এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে আরিফ আলভি নয়, নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন।

যদিও ২০২২ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শাহাবাজকে শপথবাক্য পড়াননি আলভি।

বিআরইউ

Link copied!