Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিয়ে খেতে গিয়ে মৌমাছির কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ১২ জন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৪:৪৬ পিএম


বিয়ে খেতে গিয়ে মৌমাছির কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ১২ জন
ছবি: সংগৃহীত

বিয়ে খেতে গিয়ে মৌমাছির কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন অতিথি। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ)তে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশে। সেখানে এক বিয়ের অনুষ্ঠানে মৌমাছির আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন। মধ্যপ্রদেশের গুনা জেলায় এক হোটেলের ছাদে থাকা মৌচাক থেকে মৌমাছির একটি ঝাঁক উপস্থিত অতিথিদের আক্রমণ করে। এই ঘটনায় অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কস্তুরী গার্ডেন হোটেলের ছাদে থাকা মৌচাক থেকে মৌমাছির ঝাঁক হঠাৎ করে অতিথিদের আক্রমণ করে। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে মৌমাছির আক্রমণ থেকে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি সেবার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত অতিথিদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিতে মেডিকেল টিমও ঘটনাস্থলে পৌঁছেছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

এই ধরনের ঘটনা এড়াতে হোটেল কর্তৃপক্ষ যথাযথ সতর্কতা অবলম্বন করেছিল কি-না, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

বিআরইউ

Link copied!