Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইয়েমেনে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০১:২২ পিএম


ইয়েমেনে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পাঁচটি অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। খবর আলজাজিরার।

গত রোববার (১৮ ফেব্রুয়ারি) এক এক্সবার্তায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জানায়, শনিবার হুতিদের তিনটি মোবাইল অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল, একটি মানুষবিহীন সারফেস ভেসেল ও আন্ডারওয়াটার ভেসেলে হামলা চালিয়েছেন মার্কিন সেনারা। 

গত ২৩ অক্টোবর লোহিত সাগরে হুতিদের আক্রমণ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো তাদের আন্ডারওয়াটার ভেসেল মোতায়েনের বিষয়টি নজরে এসেছে।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানপন্থি হুতি বিদ্রোহীরা।

প্রসঙ্গত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। পরে এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম যুক্ত করে তারা।

এদিকে মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের এসব হামলার জবাবে ইয়েমেনে ইরানপন্থি এই গোষ্ঠীটির সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একের পর এক পালটা হামলা চালিয়ে আসছে।

বিআরইউ

Link copied!