Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অবশেষে জোট সরকার গঠনে পাকিস্তানে ঐকমত্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১২:০৬ পিএম


অবশেষে জোট সরকার গঠনে পাকিস্তানে ঐকমত্য

নির্বাচনের ১২ দিন পর পাকিস্তানে সরকার গঠনে অবশেষে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। বুধবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘোষণা দিয়েছে দল দুটি।

সমঝোতা অনুযায়ী, প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এনের শাহবাজ শরিফ আর প্রেসিডেন্ট হবেন পিপিপির আসিফ আলী জারদারি।

আরও পড়ুন: পাকিস্তানে বর্তমান অচলাবস্থার দায় যার উপর চাপালেন বিলাওয়াল

সরকার গঠন নিয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পিএমএল-এন এবং পিপিপির নেতারা। দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয় দুই দল।

পিপিপির চেয়ার‌ম্যান বিলাওয়াল ভুট্টো নিশ্চিত করেছেন, শাহবাজ শরিফ আবারও প্রধানমন্ত্রী হবেন। অপরদিকে প্রেসিডেন্ট পদে বসবেন তার বাবা আসিফ আলী জারদারি। সরকার গঠন হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেখানে পিপিপির আসিফ আলী জারদারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন।

বিলাওয়াল আরও জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রীসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন বিলাওয়াল। সূত্র: বিবিসি

আরএস

Link copied!