Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিয়ানমারের থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স

এক সপ্তাহের মধ্যে জান্তামুক্ত হবে রাখাইন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৫:১১ পিএম


এক সপ্তাহের মধ্যে জান্তামুক্ত হবে রাখাইন

সম্প্রতি মিয়ানমারের জান্তা সেনারা রাখাইনের আরাকান আর্মির হাতে ধরাশায়ী হয়ে একে একে পরাজয়ের শিকার করছেন। এর ফলে রাজ্যটির অধিকাংশই দখল করেছে বিদ্রোহীদের।

তাদের ঘোষণা খুব শিগগিরই জান্তা বাহিনী থেকে রাখাইন রাজ্যটিকে  মুক্ত করা হবে।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) হঠাৎ এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন মিয়ানমারের থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। 

রাখাইন ভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মির যোদ্ধারা ইতিমধ্যে রাখাইনে অনেক সামরিক ঘাঁটি, কৌশলগত অপারেশন কমান্ড ঘাঁটি, ব্যাটালিয়ন এবং জান্তার বিভাগীয় সদর দপ্তর দখল করে নিয়েছে।

এদিকে ঘোষণায় বলা হয়, রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনীর সদস্যরা শিগগিরই আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করবেন। জান্তা সেনাদের ওপর হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি। কয়েক দিন মধ্যেই রাজ্যটিতে জান্তাদের সব ক্যাম্প দখল করতে সক্ষম হবে। সেখানে আর মাত্র ১০০ জনের মতো জান্তা সেনা অবস্থান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাখাইনে সামরিক বাহিনীর ছোট-বড় যত ক্যাম্প আছে, তার প্রায় সবগুলোই এখন আরাকান আর্মির দখলে। এসব ক্যাম্পের জান্তা অনুগতরা শিগগিরই আত্মসমর্পণ করবেন। এর বাইরে যেসব ক্যাম্প এখনো আত্মসমর্পণ করেনি, তাদের বিরুদ্ধে আরাকান আর্মির অভিযান অব্যাহত আছে। এক সপ্তাহের মধ্যে আরাকান আর্মির যোদ্ধারা অবশিষ্ট সামরিক ক্যাম্পগুলো দখল করতে পারে।

অন্যদিকে, জান্তা সেনাদের আবারও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি, রাখাইন অঞ্চলজুড়ে বেশ কয়েকটি ঘটনায় জান্তা কমান্ডারদের কারণে অনেক অধস্তন সেনারা আত্মসমর্পণ করতে পারছে না। তাদেরকে আবারও আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।

বিআরইউ

Link copied!