Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১০:৪৮ এএম


দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে গত দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন। এছাড়া রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে।

জেলেনস্কি বলেন, যুদ্ধে কত সেনা আহত হয়েছেন, তা আমি বলতে চাই না। এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণে সাহায্য করা হবে।

রোববার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন, এটা আমাদের জন্য বড় ক্ষতি। তবে মৃত্যুর সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।

এদিকে মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭০ হাজার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় দ্বিগুণ।

সূত্র : খবর সিএনএন

এআরএস

Link copied!