Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাইডেন

রমজানে গাজায় হামলা বন্ধ রাখবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:২৪ পিএম


রমজানে গাজায় হামলা বন্ধ রাখবে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১০ মার্চ থেকে। এবারের রমজানে ইসরায়েলিরা হামলা বন্ধ রাখবে এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, রমজান আসছে। ইসরায়েলিরা সম্মত হয়েছে রমজানে তারা কোনো ধরনের কার্যক্রম চালাবে না। সঙ্গে জিম্মিদের ছাড়িয়ে নিতে আমাদের সুযোগ দিতেও তারা হামলা বন্ধ রাখবে বলেন জো বাইডেন।

বাইডেন আরও জানিয়েছেন, গাজায় অসংখ্য ফিলিস্তিনির মৃত্যুর কারণে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। এছাড়া গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাহতে বড় হামলা চালানোর আগে ইসরায়েল বেসামরিক মানুষদের সরে যাওয়ার সুযোগ দেবে বলে দাবি করেছেন বাইডেন।

এদিকে চুক্তি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল হুমকি দিচ্ছে, যুদ্ধবিরতি হলেও তারা রাফাহতে হামলা চালাবে। তবে হামাস চাচ্ছে এই যুদ্ধ এখনই শেষ হোক। আর এ বিষয়টি নিয়েই যুদ্ধবিরতির প্রস্তাবটি ঝুলে আছে।

বিআরইউ

Link copied!