Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

ইরানে ১২তম পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২৪, ১২:৪৬ পিএম


ইরানে ১২তম পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ইরানে আজ পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৬টা পর্যন্ত। ২০২২ সালের সরকার বিরোধী বিক্ষোভের পর দেশটিতে প্রথম পার্লামেন্ট নির্বাচন এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ইসলামিক কনস্যুলেটিভ অ্যাসেম্বলি (সংসদ) এর ১২ তম এবং অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টের ৬ষ্ঠ মেয়াদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।’

শুক্রবারের নির্বাচনকে ইরানের নেতৃত্বের জন্য বৈধতা এবং জাতীয় সমর্থনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এবারের নির্বাচনে পার্লামেন্টের ২৯০টি আসনের জন্য প্রায় ১৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি। আনুষ্ঠানিকভাবে ইসলামিক পরামর্শ পরিষদ নামে পরিচিত এই পার্লামেন্টের আসনের মেয়াদ চার বছর।

বিবিসি বলছে, দেশটিতে ৬ কোটি ১২ লাখের বেশি ভোটার রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছে, কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হতে পারে।

২০২২ সালের ‘অনুপযুক্ত’ হিজাব পরার দায়ে দেশটিতে নীতিপুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যু হয়। এর জেরে দেশটিতে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। অস্থিরতার এ সময়কালে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উদাসীনতা তুঙ্গে।

বিবিসি বলছে, রাষ্ট্র-সংশ্লিষ্ট পোলিং এজেন্সির অনুমান, পার্লামেন্টের নির্বাচনে ৪১ শতাংশ ভোটার অংশগ্রহণ করতে পারেন। এই অনুমান সঠিক হলে বিগত ১২টি ভোটের মধ্যে সর্বনিম্ন ভোটদানের রেকর্ড গড়বে এবারের নির্বাচন।

এইচআর

Link copied!