Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ১২:২৮ পিএম


বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় নিহত ৫

দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে ফিলিস্তিনের গাজাবাসী। অনাহারে থাকা এসব মানুষকে সহযোগিতায় বেশ কিছুদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ। এরই মধ্যে দেশটির অবরুদ্ধ গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সাংবাদিক খাদের আল জানুনের বরাতে এক প্রতিবেদনে জানানো হয়, বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে। তবে কোন দেশের বিমান ছিল এটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এদিকে আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় রেফার করা হয়েছে আল-শিফা হাসপাতালে।

বিআরইউ
 

Link copied!