আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ২০, ২০২৪, ০৫:২৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ২০, ২০২৪, ০৫:২৭ পিএম
পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। আর ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য ডনের।
এর আগে জানা গেছিল, প্রদেশটির হরনাই জেলার জারদালো এলাকায় একটি বড় কয়লার খনিতে বিস্ফোরণ হয়েছে। এতে ১৮ শ্রমিক সেখানে আটকা পড়েছেন।
বুধবার (২০ মার্চ) সকালে বেলুচিস্তানের চিফ ইন্সপেক্টর আব্দুল গণি বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। মিথেন গ্যাস বিস্ফোরণের সময় খনির ভেতর ২০ শ্রমিক আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা ১২টি মরদেহ উদ্ধার করেছে। বেঁচে যাওয়া আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল (মঙ্গলবার) রাতেই দুটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। আর বাকি ১০টি আজ (বুধবার) সকালে উদ্ধার করা হয়।
এছাড়া প্রদেশটির খনি মহাপরিচালক আব্দুল শাহওয়ানিও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর দুঃখ ও শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন।
আরএস