Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রাজিলে ভারি বর্ষণ: নিহতের সংখ্যা বেড়ে ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২৪, ০৪:৪৯ পিএম


ব্রাজিলে ভারি বর্ষণ: নিহতের সংখ্যা বেড়ে ২৩

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে ভারি বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৪ মার্চ) এসপিরিতো সান্তোসের রাজ্য সরকার জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।

এর আগে, শনিবার (২৩ মার্চ) রিও কর্তৃপক্ষ আরও আট জনের মৃত্যুর খবর দিয়েছিল।

শুক্রবার রাতে নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের উভয় রাজ্যে উদ্ধারকারী দলকে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে শনিবার বিকেল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়।

দেশটির  দক্ষিণ-পূর্বাঞ্চলের মেয়র ও গভর্নররা বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তে সম্ভাব্য সমস্যার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। এ ছাড়া এসপিরিতো সান্তো রাজ্যে ভারি বৃষ্টিপাতের জন্য সরকারের সতর্কতা স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

আরএস

Link copied!