Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পৌরসভার ইফতার পার্টিতে কপালে ব্যান্ডেজ নিয়ে মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২৪, ০৩:৫৭ পিএম


পৌরসভার ইফতার পার্টিতে কপালে ব্যান্ডেজ নিয়ে মমতা

ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গের মুসলিমরা কিছুটা ভালো অবস্থা আছেন। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষা থাকার চেষ্টা করেন। 

তিনি রাজ্যের সবার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যাপারে কঠোর। এদিকে কলকাতা পৌরসভার উদ্যোগে আয়াজিত এক ইফতার পার্টিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) কলকাতার পার্ক সার্কাস ময়দানে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

এদিন কপালে ব্যান্ডেজ লাগানো অবস্থায় ইফতার পার্টিতে হাজির হন মমতা ব্যানার্জী। এ সময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন।

ইফতার পার্টিতে এসময় উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী বাবুল সুপ্রিয়, তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি, সাংসদ মালা রায় প্রমুখ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নিজ বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী। পরে তার কপালে ও নাকে চারটি সেলাই পড়ে। বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ মূখ্যমন্ত্রী।

এইচআর

Link copied!