Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাবা শরীফ থেকে ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩১, ২০২৪, ০৯:২৬ পিএম


কাবা শরীফ থেকে ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার

রমজান মাসে নেতিবাচক আচরণ করার অভিযোগে  কাবা শরীফ থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।

সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ কাবায় ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিরই অংশ হিসেবে ৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

ইএইচ

Link copied!