Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইরাকে ট্রাকের ধাক্কায় ৬ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩, ২০২৪, ০৩:৫৫ পিএম


ইরাকে ট্রাকের ধাক্কায় ৬ শিশু নিহত

ইরাকে ট্রাকের ধাক্কায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির বসরা শহরে একটি রেফ্রিজারেটরবাহী ট্রাক রাস্তা দিয়ে হেঁটে চলা শিশুদের চাপা দিলে তারা নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বসরার উপকণ্ঠের শহর হার্তায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িটির ব্রেক ফেল করলে চালক সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের ওপর ওঠে যায়।

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তবে ঠিক কতজনের অবস্থা গুরুতর। সে বিষয়টি নিশ্চিত করে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল–সুদানি এই দুর্ঘটনার দ্রুত তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আরএস

Link copied!